সাবেক তালেবান মন্ত্রী: সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা তালেবানের উচিত নয়
সাবেক তালেবান মন্ত্রী: সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা তালেবানের উচিত নয়
আগা জান মুতাসিম
আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক তালেবানমন্ত্রী আগা জান মুতাসিম বলেছেন, মুসলমানের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ ইসলাম সমর্থন করে না। কাজেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা তালেবানের উচিত নয়।
এই প্রথম পাক সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের তৎপরতার প্রকাশ্য বিরোধিতা করলেন আফগান তালেবান নেতা। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউটকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ২০০১ সালে পতনের আগ পর্যন্ত তালেবান সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আগা জান মুতাসিম।
তিনি বলেন, মুসলমান দেশের সেনাবাহিনী এবং মুসলমান সরকারের বিরুদ্ধে পাকিস্তানি তালেবান যে যুদ্ধ করছে তা ইসলাম বিরোধী। ইসলামে এ জাতীয় কাজের অনুমতি দেয়া হয় নি। এ ছাড়া, পাকিস্তানের আত্মঘাতী হামলাকারীদেরও নিন্দা করেন তিনি। সাবেক তালেবান মন্ত্রী বলেন, মুসলমান হত্যাকারী কোনো হামলা ইসলাম সমর্থন করে না। পাকিস্তান বা আফগানিস্তান যেখানেই এ জাতীয় হামলা হোক না কেনও তা সমর্থনযোগ্য নয়।
আগা জান মুতাসিম আরো বলেন, এ জাতীয় কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ এবং আত্মঘাতী হামলার কারণে অর্থনৈতিকভাবে অনেক ধকল পোহাতে হচ্ছে। এক মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করলে বিধর্মীরা মুসলমানদেরকে পিছিয়ে পড়া জাতি হিসেবে ধরে নেয়। তিনি সরকার ও সেনাবাহিনীকে আলোচনার মাধ্যমে পাকিস্তানের তালেবান সমস্যা সমাধানেরও আহ্বান জানান।
তালেবান ১৯৯৬ সালে আফগানিস্তানে যেভাবে ক্ষমতায় এসেছিল আবার সেভাবে ক্ষমতায় আসতে পারবে কিনা- জানতে চাওয়া হলে তিনি সে সম্ভাবনা নেই বলে জানান। মুতাসিম বলেন, আফগানিস্তান বদলে গেছে এবং তালেবানের পক্ষে আর আফগানিস্তানের ক্ষমতা দখল করা সম্ভব নয়। আফগান সেনাবাহিনী এবং সরকারের প্রতি বিশ্বের সমর্থনের কথা উল্লেখ করে বলেন, আফগান জনগণও তালেবানকে সমর্থন করে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন