ভারতের ব্যাঙ্গালোরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
ভারতের ব্যাঙ্গালোরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ
ব্যাঙ্গালোরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র ছাত্র সংগঠন নিখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিক্ষোভ কর্মসূচিতে বাধাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ব্যাঙ্গালোরের একটি স্কুলে ছয় বছরের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ (সোমবার) সকালে ধর্ষকদের শাস্তির দাবি ব্যাঙ্গালোরের কুন্দালাহাল্লিতে ভিবজিও'র স্কুলের বাইরে বিক্ষোভ শুরু করে এবিভিপির নেতাকর্মীরা। এতে অংশ নেন ওই স্কুলের অভিভাবক এবং আশপাশের বহু স্কুলের ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় পুলিশ ব্যারিকেড দেয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্ররা ব্যারিকেড ভেঙে ফেলে।
এছাড়া, ধর্ষকদের শাস্তির দাবিতে ব্যাঙ্গালোরে টাউন হলের বাইরে বিক্ষোভ করেছে বিজেপির মহিলা শাখা।
দু’সপ্তাহ আগে স্কুলের ভেতরে ওই শিশুকে ধর্ষণ করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পাশবিক এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই স্কুলের ক্রীড়া শিক্ষককে আটক করে পুলিশ। পরে তার ল্যাপটপ থেকে বেশ কিছু পর্নোগ্রাফির ভিডিও উদ্ধার করা হয়। ওই শিক্ষক এর আগে যে স্কুলে ছিল, সেখানেও তার বিরুদ্ধে ধর্ষণ-শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল বলে জানিয়েছেন বেঙ্গালুরুর পুলিস কমিশনার রাঘবেন্দ্র আউরেদকার।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণ, ৩৭৬ জি ধারায় গণধর্ষণ ও সেকশান ৪ (যৌন অত্যাচার থেকে শিশু সুরক্ষা) মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন