৩২ ইসরাইলি সেনা ৪৮ ঘণ্টায় খতম: সেনা কমান্ডার আহত
৩২ ইসরাইলি সেনা ৪৮ ঘণ্টায় খতম: সেনা কমান্ডার আহত
ইসরাইলি সীমান্ত থেকে গাজা উপত্যকা লক্ষ্য করে নির্বিচারে গোলা ছুঁড়ছে মারকাবা ট্যাংক বহর, ছবিটি আজ তোলা হয়েছে
ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গতকাল থেকে আজ (রোববার) পর্যন্ত ৩২ ইসরাইলি সেনাকে খতম করা হয়েছে।
অবশ্য, ইহুদিবাদী ইসরাইল আজ আগ্রাসন চালাতে যেয়ে তাদের ১৩ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এ নিয়ে একজন মেজরসহ ১৮ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল ইহুদিবাদী ইসরাইল।
২০০৬ সালে লেবাননের যুদ্ধের পর ইসরাইলের এতো সেনা আর নিহত হয় নি।
হামাসের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে অনেক ইহুদিবাদী সেনা আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। ইসরাইলের এক উচ্চ পদস্থ সেনা কমান্ডারকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এ সূত্র জানিয়েছে।
এ ছাড়া, ফিলিস্তিনিদের আরপিজি হামলায় ইসরাইলি ছয় ট্যাংক বিধ্বস্ত হয়েছে। একই সঙ্গে হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে। গত দু’সপ্তাহে গাজা থেকে এক হাজার সাতশ’র বেশি রকেট হামলা হয়েছে। এসব রকেট তেল আবিব, হাইফা, আশকেলোন, এশকোল ও আশদোদসহ বিভিন্ন শহরে আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে।
হামাস স্পষ্ট ভাষায় বলেছে, ইসরাইলের সঙ্গে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং গড়ে তোলা হয়েছে অস্ত্রশস্ত্রের মজুদ ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন