হিজবুল্লাহর ঘোষণা: ফিলিস্তিনিদের পাশে থাকব
হিজবুল্লাহর ঘোষণা: ফিলিস্তিনিদের পাশে থাকব
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হামাস প্রধান খালেদ মাশআলের সঙ্গে এক টেলিফোন আলাপে এ ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
তিনি বলেছেন, “আমাদের হৃদয়, ইচ্ছাশক্তি, আশা এবং গন্তব্যের মাঝেই রয়েছে ফিলিস্তিনি জনগণের উত্থান ও প্রতিরোধ।” এ সময় তিনি জানান, হামাসের সঠিক দাবি ও চলমান যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের অবস্থানকে সমর্থন করে হিজবুল্লাহ।
হাসান নাসরুল্লাহ বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী যা চিন্তা করেছেন হামাস তার চেয়ে শক্তিশালী। সে কারণে ইসরাইলি সেনাবাহিনী ব্যর্থ হবে। তিনি বলেন, যদি নেতানিয়াহু সরকারি ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে গাজায় আগ্রাসন অব্যাহত রাখে তাহলে গাজার প্রতিরোধ আন্দোলনগুলোও জনপ্রিয় সব উপায় অবলম্বন করবে।
সংলাপে খালেদ মাশআল বলেন, চলমান সংঘর্ষে হামাস অবিচল রয়েছে এবং আল্লাহ চাইলে চলতি জুলাই হামাস দ্বিতীয় বিজয় অর্জন করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন