মিয়ানমারে মিথ্যা ধর্ষণের অভিযোগে মুসলিমদের ওপর হামলা
মিয়ানমারে মিথ্যা ধর্ষণের অভিযোগে মুসলিমদের ওপর হামলা
মিথ্যা ধর্ষণের অভিযোগে সম্প্রতি মিয়ানমারের মুসলমানদের ওপর হামলা হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। যে মহিলাকে ধর্ষণের অভিযোগে মুসলিম-বিরোধী দাঙ্গা শুরু হয় অর্থের বিনিময়ে সেই মহিলাকে দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ প্রচার করানো হয়েছে।
গত ১ জুলাইয়ের দাঙ্গায় একজন মুসলমান এবং একজন বৌদ্ধ নিহত হয়েছে। দাঙ্গার আগে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা হয় যে, চা দোকানের এক মুসলমান মালিক বৌদ্ধ মহিলা কর্মীকে ধর্ষণ করেছে। এ খবর প্রচারের পর মিয়ানমারে নতুন করে দাঙ্গা শুরু হয় এবং দু জন নিহতের পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়।
কিন্তু নিউ লাইট অব মিয়ানমার নামক একটি পত্রিকা বলছে, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, অর্থের বিনিময়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এক বৌদ্ধ নারী এই বিকৃত খবর প্রচার করেছে।
মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফিউ ফিউ মিন নামের এ মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। এতে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে। ওই মহিলা পুলিশের কাছে স্বীকার করেছে, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে মুসলিম দুই ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে বৌদ্ধ দুই ব্যক্তি তার মাধ্যমে ধর্ষণের অভিযোগ প্রচার করে। এ জন্য এ মহিলা অর্থ নিয়েছে বলেও স্বীকার করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন