ভারত ২,০০০ বিএসএফ সদস্য জম্মু সীমান্তে অতিরিক্ত মোতায়েন করেছে
ভারত ২,০০০ বিএসএফ সদস্য জম্মু সীমান্তে অতিরিক্ত মোতায়েন করেছে
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পাকিস্তান সংলগ্ন জম্মু সীমান্তে অতিরিক্ত দুই হাজার বিএসএফ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে নজরদারি ও আড়িপাতার যন্ত্রও মোতায়েন করা হয়েছে।
পাকিস্তান সংলগ্ন সীমান্তে নজরদারি ও আড়িপাতার যন্ত্র, গাড়িসহ অন্যান্য অবকাঠামো সংক্রান্ত সুযোগ সুবিধা বাড়িয়েছি বিএসএফ। ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্ক জোরদার করা,ভারতীয় অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে বিএসএফের সমন্বয় সাধন এবং সীমান্তবর্তী এলাকায় বিশেষ অপারেশন চালানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণায়ের কর্মকর্তারা বলেছেন,অরক্ষিত সীমান্ত চৌকি চিহ্নিত করে সেখানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া, সীমান্তে ভারতীয় আধিপত্য বজায় রাখার জন্য দিনরাত সমান ভাবে নজরদারির জন্য অব্যাহত ভাবে অত্যাধুনিক যন্ত্রপাতি মোতায়েন করা হচ্ছে বলেও জানান তারা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন