ওবামার সমালোচনা করল রাশিয়া: এমএইচ১৭ বিমান ধ্বংস
ওবামার সমালোচনা করল রাশিয়া: এমএইচ১৭ বিমান ধ্বংস
বারাক ওবামা- সের্গেট রিয়াবকভ
রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে মালয়েশিয় এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে রাশিয়া।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, তদন্তের ফলাফলের অপেক্ষা না করেই ওয়াশিংটন বিমান ধ্বংসের দায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী এবং রাশিয়ার ওপর চাপাতে চাইছে। ইউক্রেনে প্রকৃতপক্ষে কী ঘটছে সে বিষয়ে ওবামা প্রশাসনে বিরাজমান গভীর বিভ্রান্তিই এ বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে।
তিনি আরো বলেন, মস্কো এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা তর্কাতীত যুক্তি উপস্থাপনের পরও আমেরিকা নিজ ইচ্ছামাফিক বক্তব্য দিয়ে যাচ্ছেন! এছাড়া, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আমেরিকাই ইউক্রেনে উত্তেজনা সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, সামরিক বিশ্লেষক ভিক্টর মুরাখোভেস্কির একটি বক্তব্য ছেপেছে বহুল প্রচারিত রুশ দৈনিক মসকোভাস্কি কমসোমোলেত। এতে তিনি বলেছেন, অত্যাধুনিক ‘বুক’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করার মতো অভিজ্ঞতা বা প্রযুক্তিগত সক্ষমতা ইউক্রেনের রুশপন্থি স্বাধীনতাকামীদের নেই। এমএইচ-১৭ বিমানকে ‘বুক’ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
দৈনিকটি আরো জানিয়েছে, ২০০১ সালে সামরিক মহড়া চলাকালে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ান টিইউ১৫৪ বিমান গুলি করে ভূপাতিত করেছিল। এতে বিমানটি ৭৮ জন আরোহী নিহত হয়েছিল। টিইউ১৫৪ বিমান যে রকম ক্ষতি হয়েছিল একই রকম ক্ষতি হয়েছে এমএইচ১৭ বিমানটির।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন