রাশিয়া: গাজায় স্থল আগ্রাসনে রক্তক্ষয়ের মাত্রা আরো বাড়বে
রাশিয়া: গাজায় স্থল আগ্রাসনে রক্তক্ষয়ের মাত্রা আরো বাড়বে
ভিতালি চুরকিন
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের স্থল আগ্রাসনের মধ্য দিয়ে রক্তক্ষয়ের মাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়া।
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এ আশঙ্কা ব্যক্ত করে বলেন, ইসরাইলি স্থল আগ্রাসনের মধ্য দিয়ে গাজা উপত্যকার উত্তেজনাকে আরো বিপজ্জনক পর্যায়ে ঠেলে দেয়া হয়েছে। গাজা পরিস্থিতির ব্যাপক অবনতিতে গভীর আশঙ্কাও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, গাজা নিয়ে উদ্বেগ প্রকাশের সব কারণই রয়েছে। সেনা সংঘর্ষ বন্ধ করাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তা না হলে গাজা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
গাজা সংকট নিরসনে মিশরের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এর ভিত্তিতে দু’পক্ষ যুদ্ধবিরতিতে যেতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন