আইএসআইএল সিরিয়ায় গণহত্যা চালিয়েছে
আইএসআইএল সিরিয়ায় গণহত্যা চালিয়েছে
এভাবে অসহায় বন্দি ব্যক্তিদের নির্বিাচারে হত্যা করে তাকফিরি সন্ত্রাসীরা
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল সিরিয়ার হোমস প্রদেশের একটি গ্যাসক্ষেত্র দখল করার পর সেখানে ভয়াবহ গণহত্যা চালিয়েছে। জঙ্গিরা সেখানকার ২৭০ জন নিরাপত্তা রক্ষী ও সাধারণ কর্মীকে নির্বিচারে হত্যা করেছে।
লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়ে বলেছে, বৃহস্পতিবার পালমিরা এলাকার শা'র গ্যাসক্ষেত্র দখল করার পর গত দু'দিনে এই ভয়াবহ গণহত্যা চালায় তাকফিরি সন্ত্রাসীরা।
অবজারভেটরির পরিচালক রামি আব্দের রহমান বলেছেন, আইএসআইএল সন্ত্রাসীরা গ্যাসক্ষেত্রটির নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানকার সব কর্মী ও নিরাপত্তারক্ষী আত্মসমর্পন করে। এরপর এসব নিরীহ বন্দি লোকের সবাইকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরো জানান, গতকাল (শুক্রবার) সিরিয়ার সেনাবাহিনীর পাল্টা হামলায় ৪০ আইএসআইএল সন্ত্রাসী নিহত হয়। অবজারভেটরি এক বিবৃতিতে জানিয়েছে, ওই গ্যাসক্ষেত্রে কর্মরত আরো ১০০ কর্মীর ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায় নি।
শা'র গ্যাসক্ষেত্রে নিজেদের চালানো গণহত্যার ছবি ও ভিডিও চিত্র ইন্টারনেটে প্রকাশ করেছে তাকফিরি সন্ত্রাসীরা। এসব ফুটেজে দেখা যাচ্ছে, বহু লাশ যত্রতত্র পড়ে আছে এবং অনেক লাশ বিকৃত করা হয়েছে। আব্দের রহমান বলেন, সামরিক বা বেসামরিক যেকোনো ব্যক্তিকে আটক অবস্থায় হত্যা করা যুদ্ধাপরাধ। আত্মসমর্পনকারী কোনো ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন