পাকিস্থানের সেনাবাহিনী সন্ত্রাসীদের কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করেছে
পাকিস্থানের সেনাবাহিনী সন্ত্রাসীদের কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করেছে
খাজা আসিফ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ (শনিবার) বলেছেন, উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সন্ত্রাসীদের চক্র ভেঙে পড়ার বিষয়টি সরকার নিশ্চিত করতে পেরেছে বলেও জানান তিনি।
খাজা আসিফ আরো বলেন, পাকিস্তানের যেখানেই সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই তাদের গ্রেফতার করা হবে। পাকিস্তানের সব প্রদেশেই সন্ত্রাসীদের খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান শুরুর এক মাসের একটু বেশি সময় পার হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ বক্তব্য দিলেন।
আফগান সীমান্তবর্তী আধা স্বায়ত্তশাসিত পার্বত্য এ অঞ্চলে আল-কায়েদা এবং তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির সন্ত্রাসীদের গোপন আস্তানা রয়েছে। বন্দর নগরী করাচির আন্তর্জাতিক বিমান বন্দরে তালেবান হামলার প্রায় এক সপ্তাহ পরে এ এলাকায় অভিযানে নামে পাক সেনাবাহিনী।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন