ইরান মিশরকে গাজার সঙ্গে রাফাহ ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানাল
ইরান মিশরকে গাজার সঙ্গে রাফাহ ক্রসিং খুলে দেয়ার আহ্বান জানাল
জাওয়াদ জারিফ- সামেহ হাসান শুকরি
অবরুদ্ধ গাজা উপত্যকার সঙ্গে বহির্বিশ্বের একমাত্র যোগাযোগের পথ রাফাহ ক্রসিং খুলে দেয়ার জন্য মিশরের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইহুদিবাদী বর্বরতায় আহত গাজাবাসীর চিকিৎসার পাশাপাশি সেখানে মানবিক ত্রাণ পাঠানোর জন্য এ ক্রসিং খোলা রাখা জরুরি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গতরাতে তার মিশরীয় সমকক্ষ সামেহ হাসান শুকরির সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলি গণহত্যার হাত থেকে গাজার মুসলিম জনগণকে রক্ষার জন্য একটি বড় আরব ও মুসলিম দেশ হিসেবে মিশরের আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত।
জারিফ বলেন, গোটা মুসলিম বিশ্বের মতো ইরানের জনগণও গাজার মানবিক বিপর্যয় এবং সেখানকার নিরপরাধ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি ইসরাইলি বর্বরতায় শোকাহত হয়ে পড়েছে। কায়রোয় মিশর কর্তৃপক্ষের সঙ্গে ফিলিস্তিনি দলগুলোর আলোচনার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের স্বার্থে প্রতিরোধ আন্দোলনগুলোর দাবি-দাওয়া মেনে নেয়া প্রয়োজন।
ইহুদিবাদী ইসরাইল গত ৮ জুলাই থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। গত ১২ দিনের পাশবিক হামলায় এ পর্যন্ত অন্তত ৩১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদের এক-তৃতীয়াংশের বেশি নারী ও শিশু। এ ছাড়া এসব হামলায় আহত হয়েছেন দুই হাজারেরও বেশি গাজাবাসী।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন