এরদোগান: গাজা ইস্যুতে সিসির ওপর ভরসা করা যায় না
এরদোগান: গাজা ইস্যুতে সিসির ওপর ভরসা করা যায় না
তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান
মিশরের সেনা শাসক জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে সিসির নেয়া আলোচনা-উদ্যোগের ওপর ভরসা করা যায় না।
এরদোগান সাংবাদিকদের কাছে প্রশ্ন ছুঁড়ে বলেন, “সিসি কি কোনো পক্ষ বরং তিনি নিজে একজন ক্ষমতা দখলকারী স্বৈরশাসক।”
এরদোগান আরো বলেন, “অন্যদের সঙ্গে সিসির পার্থক্য নেই। এটাই হচ্ছে মিশরের বর্তমান সরকার যারা হামাস সরকার পরিচালিত গাজায় মানবিক ত্রাণ সহায়তা যাওয়ার পথও বন্ধ করে দিয়েছে।”
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, মিশরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব সমর্থন করার অর্থ হচ্ছে কায়রোর অবৈধ সরকারকে বৈধতা দেয়া। তিনি বলেন, গাজা ইস্যুতে মিশর কোনো পক্ষ নয়; পক্ষ হচ্ছে হামাস। যুদ্ধবিরতির প্রস্তাব এনে সিসি শুধুমাত্র বৈধতা পাওয়ার চেষ্টা করছেন।”
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন