রুহানি-পুতিনের গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে ফোনালাপ
রুহানি-পুতিনের গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে ফোনালাপ
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (বামে) এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন নিয়ে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলোচনা করেছেন।
এ সময় দু নেতা শিগগিরি গাজায় ইসরাইলের হামলা বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। গাজায় বৃহস্পতিবার রাতে ইহুদিবাদী সেনারা স্থল অভিযান চালিয়েছে। এরপর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আরো বড় পরিসরে স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট গাজা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বললেন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এক বিবৃতির মাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে- ফোনালাপে দু নেতা শিগগিরি গাজার ওপর ইসরাইলি আগ্রাসন বন্ধের বিষয়ে গুরুত্বারোপ করেছেন এবং ইসরাইল-ফিলিস্তিন সরাসরি আলোচনায় বসার কথা বলেছেন।
গতরাতে হাজার হাজার ইসরাইলি সেনা গাজায় স্থল অভিযান চালায়। এতে শিশুসহ বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। হামলার সময় অবশ্য ইসরাইলের এক সেনা নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন