আল্লাহ তায়ালার নামের ফজিলত- ১
আল্লাহ তায়ালার নামের ফজিলত- ১
আল্লাহঃ
আল্লাহ নামটি হচ্ছে ইসমে আযম এবং আল্লাহর সকল সুন্দরতম নামের সমষ্টি। যদি কেউ এই নামে তাকে স্মরণ করে তাহলে তাকে সকল সুন্দর নামে স্মরণ করার মতো সওয়াবের অধিকারী হবে। আল্লাহর তৌহিদের সাক্ষ্য দানের জন্য এই নামটিই উপযুক্ত। তাই এই নামটি আল্লাহর সকল নামের মধ্যে বেশী প্রাধান্যতা রাখে এবং পবিত্র কোরআন শরীফে উক্ত নামটির ব্যবহার সবচেয়ে বেশী এবং তার সংখ্যা ২৮০৭ বার বলে উল্লেখ করা হয়েছে।
১- বিভিন্ন নির্ভরযোগ্য রেওয়ায়েত থেকে বর্ণিত হয়েছে যে, যদি কেউ অন্তর থেকে ১০ বার ইয়া আল্লাহ বলে তাহলে তার দোয়া বা আবেদন বিফলে যাবে না।
২- যদি কেউ প্রত্যেকদিন সকালে, বিকেলে, প্রত্যেক নামাজের পরে এবং রাতের শেষভাগে অন্তর থেকে উক্ত নামটির (یا الله) ৬৬ বার তেলাওয়াত করে তাহলে দুনিয়া এবং আখেরাতে এর সুফল পাবে।
৩- যদি কেউ (هوا الله الذی لا اله الا هو)১০০ বার পাঠ করে তবে আল্লাহ তাকে বিশ্বাসের অধিকারী করবেন।
৪- রাসুল (সা.) থেকে বর্ণিত আছে যদি কেউ রুজির বরকত চাই তবে সে যেন তিনবার উক্ত দোয়াটি পাঠ করেঃ
یا الله یا الله یاالله یا رب یا رب یا رب یا ذا الجلال و لاکرام یا ارحم الراحمین یا حی یا قیوم اسئلک باسمک العظیم الاعظم ان ترزقنی رزقا واسعا حلالا طیبا ایاک نعبد و ایاک نستعین و انوض امری الی الله ان الله بصیر با عباد برحمتک یا ارحم الراحمین
চলবে...
নতুন কমেন্ট যুক্ত করুন