জার্মানি গুপ্তচরবৃত্তি থেকে রক্ষা পেতে টাইপরাইটার কেনার কথা ভাবছে
জার্মানি গুপ্তচরবৃত্তি থেকে রক্ষা পেতে টাইপরাইটার কেনার কথা ভাবছে
জার্মানির রাজনীতিবিদরা মার্কিন গুপ্তচরবৃত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অতি গোপনীয় কাগজপত্র টাইপ করার জন্য পুরনো আমলের ম্যানুয়াল টাইপরাইটার ব্যবহারের কথা ভাবছেন। গোয়েন্দা কেলেঙ্কারি নিয়ে যখন বার্লিন-ওয়াশিংটন সম্পর্কে প্রচণ্ড টানাপড়েন চলছে তখন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলের সেল ফোনে আড়ি পেতেছে বলে খবর ফাঁস হওয়ার মধ্য দিয়ে এ টানাপড়েন শুরু হয়। এরপর সম্প্রতি জার্মানিতে তৎপর দুই মার্কিন গুপ্তচরের ধরা পড়াকে কেন্দ্র করে বার্লিনের মার্কিন দূতাবাসে নিযুক্ত সিআইএ’র স্টেশন চিফকে বহিষ্কার করা হয়।
এনএসএ’র আড়িপাতার ঘটনার তদন্তে নিয়োজিত জার্মান সংসদীয় কমিটির প্রধান প্যাট্রিক সেন্সবার্গ একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এ কমিটি নতুন কিছু নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা ভাবছে। তিনি জানান, ইমেইল ব্যবহার বন্ধ করে দেয়া এবং পুরনো আমলের ম্যানুয়াল টাইপরাইটার ফিরিয়ে আনার কথাও গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা করছে এ কমিটি। তিনি আরো বলেন, সত্যি বলতে কি, তারা এরইমধ্যে একটি টাইপরাইটার ব্যবহার শুরু করেছেন এবং এটি পুরনো আমলের নন-ইলেক্ট্রনিক টাইপরাইটার। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক বিস্মিত কণ্ঠে এ কথা সত্যি কিনা জানতে চাইলে সেন্সবার্গ বলেন, কথাটি সত্যি এবং কোনো রসিকতা করা হচ্ছে না।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সাড়া জাগানো তথ্য ফাঁসের ঘটনার পর শীর্ষস্থানীয় রুশ কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত রাশিয়ান ফেডারেল গার্ড সার্ভিস (এফএসও) টাইপরাইটার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। ২০টি ইলেকট্রিক পোর্টেবল টাইপরাইটার কেনার জন্য এফএসওকে চার লাখ ৮৬ হাজার রুবল বা ১৪ হাজার ডলার বরাদ্দ দেয়া হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন