ইরাকের জাতীয় সংসদের স্পিকার শেষ পর্যন্ত নির্বাচিত হলেন
ইরাকের জাতীয় সংসদের স্পিকার শেষ পর্যন্ত নির্বাচিত হলেন
ইরাকের জাতীয় সংসদ
অবশেষে ইরাকের সংসদ সদস্যরা দেশটির জাতীয় সংসদের নতুন স্পিকার হিসেবে সালিম আজ-জাবুরিকে নির্বাচন করতে সক্ষম হয়েছেন। জাবুরি হচ্ছে ইরাকের সুপরিচিত উদারপন্থি সুন্নি রাজনীতিক।
ইরাকের সংসদ সদস্যরা যখন নানা মত-পার্থক্যে নিয়ে দারুনভাবে বিভক্ত তখন জাবুরি স্পিকার পদে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে নির্বাচিত হলেন। তিনি ইরাকের প্রধান সুন্নি জোটের প্রার্থী হিসেবে এ পদে মনোনীত হয়েছিলেন।
ইরাকি টেলিভিশনের লাইভ ফুটেজে দেখা গেছে- স্পিকার নির্বাচনের পর সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। ধারণা করা হচ্ছে- স্পিকার নির্বাচনের মাধ্যমে দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেল।
গতকাল ইরাকের সংসদ সদস্যরা স্পিকার নির্বাচনের পর এখন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের কাজ করবেন। এ বিষয়ে এরইমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় নি। এর আগে, দুই দিন সংসদের অধিবেশন ডেকেও বিষয়টির সুরাহা করা সম্ভব হয় নি। ইরাকের ধর্মীয় ও শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতারা ঐক্য সরকার গঠনের বিষয়ে পারস্পরিক মতভেদ ভুলে দেশের স্বার্থে নতুন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
ইরাকে যখন তাকফিরি সন্ত্রাসীদের ভয়াবহ তাণ্ডব চলছে তখন দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে এ অচলাবস্থা বিরাজ করছে। ইরাকের রাজনৈতিক সমঝোতা অনুযায়ী- প্রধানমন্ত্রী হবেন শিয়া আরব, প্রেসিডেন্ট হবেন কুর্দি এবং স্পিকার হবেন সুন্নি আরব।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন