নেতানিয়াহু ইসরাইলের উপ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন
নেতানিয়াহু ইসরাইলের উপ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন
ইসরাইলের উপ প্রতিরক্ষামন্ত্রী ড্যানি ড্যানন
ইহুদিবাদী ইসরাইলের উপ প্রতিরক্ষামন্ত্রী ড্যানি ড্যাননকে বরখাস্ত করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের গণমাধ্যমের খবর অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনা করায় ড্যাননেক বরখাস্ত করা হয়েছে।
মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্তকেও সমালোচনা করেন লিকুদ পার্টির এই তরুণ নেতা। তিনি বলেন, যুদ্ধবিরতি মেনে নিয়ে পরে তা আবার ভেঙে ফেলায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযানের বিরুদ্ধে আবার কথা বলার সুযোগ পাচ্ছে।
ড্যাননের এসব বক্তব্যকে যুদ্ধবাজ নেতানিয়াহু মারাত্মক রকমের দায়িত্বহীনতা বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, গাজায় চলমান সামরিক অভিযানের মধ্যেই এর বিরুদ্ধে কথা বলায় ব্যক্তিগতভাবে তিনি উপ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন