বাশার আল-আসাদ নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
বাশার আল-আসাদ নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন
পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিচ্ছেন প্রেসিডেন্ট আসাদ
আরো সাত বছরের জন্য সিরিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে বাশার আল-আসাদ। রাজধানী দামেস্কের পার্লামেন্ট ভবনে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন প্রেসিডেন্ট আসাদ।
প্রেসিডেন্টের শপথ নেয়ার জন্য আজ (বুধবার) সিরিয়ার পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসে। গতমাসে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো সাত বছরের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন আসাদ।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শপথ নিয়ে সারাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট আসাদ। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আলোচনায় বসারও প্রতিশ্রুতি দেন তিনি।
সিরিয়ায় গত কয়েক দশকের মধ্যে গতমাসে প্রথমবারের মতো বহু প্রার্থীর অংশগ্রহণের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আসাদ ৮৮.৭% ভোট পান।
আজ শপথ নিয়ে জনগণের উদ্দেশে আসাদ বলেন, “কিছু লোক কথিত স্বাধীনতার দাবিতে সহিংসতা শুরু করার পর তিন বছর চার মাস পেরিয়ে গেছে। তারা নাকি বিপ্লব করতে চায়। কিন্তু আমি বলছি, আপনারাই প্রকৃত বিপ্লবী। আমি আপনাদের বিপ্লবের বিজয়কে স্বাগত জানাচ্ছি।”
যারা স্বাধীনতার দাবিতে চিৎকার করছিল এ নির্বাচনে তাদের মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে বলে জানান প্রেসিডেন্ট আসাদ। যেসব আরব ও পশ্চিমা দেশ সিরিয়ায় সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছে অচিরেই তাদেরকে চড়া মূল্য দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন