বাগদাদের দু’টি ভবনে বন্দুকধারীদের হামলা; ২০ নারীসহ ২৯ জন নিহত
বাগদাদের দু’টি ভবনে বন্দুকধারীদের হামলা; ২০ নারীসহ ২৯ জন নিহত
হামলার পর ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা
ইরাকের রাজধানী বাগদাদের দু’টি ভবনে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ২০ জন নারী।
বাগদাদের জাইয়ুনা এলাকায় শনিবার রাতে এ হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে ছড়ানো-ছিটানো লাশ দেখতে পেয়েছেন। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ পাশবিকতা চালিয়েছে তা জানা যায় নি।
অবশ্য দু’টি ভবনের একটির দরজায় লেখা ছিল, “এটি হচ্ছে পতিতাবৃত্তির পরিণতি।” স্থানীয় লোকজন বলেছেন, অস্ত্রধারীরা ভবন দু’টিকে পতিতালয় ভেবে হামলা চালিয়েছে।
গতমাসে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি শহর দখল করে নেয়ার পর থেকে দেশটির পরিস্থিতি উত্তেজনাকর হয়ে রয়েছে। আইএসআইএল সন্ত্রাসীদের হাতে দখল হয়ে যাওয়া শহরগুলো ফিরে পেতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরাকের সেনাবাহিনী। এরকম অস্থিতিশীল পরিস্থিতিকে দুর্বৃত্তরা তাদের অশুভ লক্ষ্য হাসিলের সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন