হাফিজ সাঈদ: ভারত আফগানিস্তানে ২৫ হাজার সেনা মোতায়েন করেছে
হাফিজ সাঈদ: ভারত আফগানিস্তানে ২৫ হাজার সেনা মোতায়েন করেছে
জামায়াত-উত- দাওয়া (জেইউডি)’র প্রধান হাফিজ সাঈদ
পাকিস্তানের জামায়াত-উত- দাওয়া (জেইউডি)’র প্রধান হাফিজ সাঈদ দাবি করেছেন, ভারত আফগানিস্তানে ২৫ হাজার সেনা মোতায়েন করেছে। পাকিস্তানকে লক্ষ্য করেই এ সেনা সেখানে মোতায়েন করা হয়েছে বলে লাহোর হাইকোর্টে দেয়া ভাষণে তিনি দাবি করেছেন বলে জানিয়েছে ভারতের বেসরকারি চ্যানেল জি নিউজ।
হাফিজ সাঈদ আরো দাবি করেন, মার্কিন বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানে যে শূন্যতা দেখা দেবে তা পূরণ করবে ভারতীয় বাহনী। এ ছাড়া, পাকিস্তানকে একটি শিক্ষা দেয়ার জন্য ভারতকে মদদ দিচ্ছে আমেরিকা। আফগানিস্তানে কথিত ভারতীয় সেনা উপস্থিতি পাকিস্তানের জন্য বড় হুমকি বলে জানান তিনি।
হাফিজ সাঈদ ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে ভারত অভিযোগ করছে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লশকরে তৈয়্যেবার প্রতিষ্ঠাতা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন