জাওয়াদ জারিফ: পরমাণু অস্ত্র দিয়ে ইরানের কোনো লাভ হবে না
জাওয়াদ জারিফ: পরমাণু অস্ত্র দিয়ে ইরানের কোনো লাভ হবে না
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু অস্ত্র তার দেশের জন্য কোনো লাভজনক বিষয় নয়। সে কারণে পরমাণু অস্ত্র বানাতে ইরানের মোটেই আগ্রহ নেই।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এনবিসি টেলিভিশনের মিট দ্যা প্রেস অনুষ্ঠানে জাওয়াদ জারিফ এ কথা বলেন।
ইরানের মন্ত্রী বলেন, তার দেশ এমন একটা বিশ্ব চায় যেখানে পরমাণু অস্ত্র থাকবে না। তিনি বলেন, “আন্তর্জাতিক সমাজের কাছে যা বিশ্বাসযোগ্য আশ্বাস বলে মনে হয় আমি সে প্রতিশ্রুতি দিতে পারি যে, ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না কারণ আমরা তা চাই না।” জাওয়াদ জারিফ বলেন, পরমাণু অস্ত্র ইরানকে ক্ষমতাধর করবে না বরং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রভাব কমে যাবে। পরমাণু অস্ত্র কাউকেই সহায়তা করবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভূ-রাজনৈতিক বাস্তবতা হচ্ছে আমরা বড়, শক্তিশালী এবং জনপ্রিয়। আরো বাস্তবতা হচ্ছে- আমাদের উন্নত প্রযুক্তি রয়েছে এবং প্রতিবেশি দেশগুলোর চেয়ে আমাদের অনেক বেশি দক্ষ জনশক্তি রয়েছে। এসব কারণে আমাদের অন্য ক্ষমতা অর্জনের জন্য বিতর্ক করার দরকার নেই।”
তিনি জোর দিয়ে বলেন, “পরমাণু অস্ত্র কিংবা অন্য সামরিক শক্তি আপনাকে নিরাপদ করতে পারে না। সে কারণে আমরা অন্য উদহারণ সৃষ্টি করতে চায়। আর আমাদের আহ্বান মূলত এটাই।”
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন