মার্কিন মহড়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ক্ষোভ জানাল উ. কোরিয়া
মার্কিন মহড়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ক্ষোভ জানাল উ. কোরিয়া
উত্তর কোরিয়া আজ (রোববার) আবারো সাগরে দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে পঞ্চম দফা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল দেশটি।
কোরিয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় সাগরে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত যৌথ নৌ মহড়ার বিরুদ্ধে কঠোর বিবৃতি দেয়ার একদিন পরই এ পরীক্ষা চালানো হলো। ধারণা করা হচ্ছে, চলতি মাসের ১৬ তারিখে অনুষ্ঠেয় যৌথ মহড়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজকের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে স্থানীয় সময় রাত ১-২০ মিনিটে প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং এর ১০ মিনিট পর দ্বিতীয় পরীক্ষা চালানো হয়।
এদিকে, জাপানের মুখ্য কেবিনেট সচিব ইওশিহাইদ সুগা আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেছেন। তিনি বলেন, এ সংক্রান্ত জাপানের প্রতিবাদ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তর কোরিয়াকে জানানো হয়েছে। তিনি এ পরীক্ষাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারের লঙ্ঘন বলেও দাবি করেন।
এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার হানঝাওং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক কিম জং-বোং বলেছেন, যে কোনো স্থানে যে কোনো সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে এটি প্রদর্শন করে উত্তর কোরিয়া হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন