রাশিয়া উভচর ড্রোন বানাল
রাশিয়া উভচর ড্রোন বানাল
উভচর ড্রোন 'চিরক'
রাশিয়া উভচর ড্রোন তৈরি করেছে এবং এটি ওড়ার জন্য কোনো বিমানক্ষেত্রের প্রয়োজন হবে না। রাশিয়ার ইয়েকাতারিংবার্গের ২০১৪ প্রযুক্তি মেলায় এ ড্রোনটি প্রদর্শন করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসটেক কর্পোরেশন এ ড্রোন উপস্থাপন করেছে। পানি, বরফাবৃত পিচ্ছিল ভূমি, বালু বা এবড়োথেবড়ো মাঠসহ যে কোনো স্থানে নামতে পারবে এ ড্রোন। এ জাতীয় ড্রোন আর নেই বলে রুশ সংবাদে দাবি করা হয়েছে। ‘চিরক’ বা বুনো হাঁস নামের এ ড্রোনের পাখার দৈর্ঘ্য ১০ মিটার এবং ৩০০ কিলোগ্রাম ওজন নিয়ে এটি আকাশে উড়তে পারবে।
একবার জ্বালানি ভরে নিলে সর্বোচ্চ ৬০০০ মিটার উচ্চতা দিয়ে ড্রোনটি আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। অবশ্য ‘চিরকের’ চালনশক্তি সম্পর্কিত তথ্য গোপন রাখা হয়েছে।
টহল ও সামরিক হামলাসহ নানা কাজে ‘চিরক’কে ব্যবহার করা যাবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন