কেরি পরমাণু আলোচনায় অংশ নিতে এখন ভিয়েনায়
কেরি পরমাণু আলোচনায় অংশ নিতে এখন ভিয়েনায়
জন কেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু আলোচনায় অংশ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন।
কেরি ছাড়াও ছয় জাতিগোষ্ঠীর সদস্য দেশগুলো রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদেরকেও এ আলোচনায় অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এরইমধ্যে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন বলেছে, তারা তাদের পররাষ্ট্রমন্ত্রীদেরকে আলোচনায় যোগ দেয়ার জন্য রোববার ভিয়েনায় পাঠাবে। তবে চীন ও রাশিয়া পররাষ্ট্রমন্ত্রীদেরকে না পাঠিয়ে নিচের পর্যায়ের কর্মকর্তাদেরকে পাঠাচ্ছে।
ভিয়েনায় চলমান পরমাণু আলোচনায় তুলনামূলক ভালো অগ্রগতি হয়েছে বলে ইরানের অন্যতম শীর্ষ আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল জানানোর পর বৈঠকে পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের যোগ দেয়ার বিষয়ে এ খবর এল। আরাকচি আরো জানিয়েছেন, দু পক্ষ চূড়ান্ত চুক্তির খসড়ার বিষয়ে শতকরা ৬০ থেকে ৬৫ ভাগ ক্ষেত্রে একমত হয়েছে। তবে, তিনি জানিয়েছেন- জটিল ইস্যুগুলোতে এখনো তেমন অগ্রগতি হয় নি। অবশ্য, ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনা এসে পৌঁছালে জটিল বিষয়েও অগ্রগতি হবে বলে আশা করেন তিনি। একইসঙ্গে আরাকচি সতর্ক করে বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর বাড়তি দাবির কারণে আলোচনা ব্যর্থ হতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন