কায়রো বিশ্ববিদ্যালয়ে ‘দাঙ্গা সৃষ্টি’র দায়ে ৯৪ ছাত্র বহিষ্কার
কায়রো বিশ্ববিদ্যালয়ে ‘দাঙ্গা সৃষ্টি’র দায়ে ৯৪ ছাত্র বহিষ্কার
কায়রো বিশ্ববিদ্যালয়
মিশরের কায়রো বিশ্ববিদ্যালয় থেকে ৯৪ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্যাম্পাসে দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গাবের নাসার বলেছেন, বহিষ্কৃত ছাত্ররা এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক আদালতে আপিল করতে পারবে। সাইন্স ফ্যাকাল্টির ডিন মোহাম্মাদ সালেহ জানিয়েছেন, বহিষ্কৃত ছাত্ররা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার আবেদন জানাতে পারবে না। কারণ, বিশ্ববিদ্যালয়গুলোর সুপ্রিম কাউন্সিলে তাদের বহিষ্কারাদেশের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
গত জানুয়ারিতে ওই কাউন্সিল বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ আইনে একটি নতুন ধারা সংযোজন করে। এতে বলা হয়, নাশকতা বা সন্ত্রাসবাদে জড়িত ছাত্রদের বহিষ্কার করার ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
গত বছরের জুলাই মাসে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে কায়রো বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সরকার বিরোধী বিক্ষোভ হয়ে আসছে। কখনও কখনও এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন