পোরোশেঙ্কো: ইউক্রেনের সেনা হত্যায় জড়িতদের নির্মূল করা হবে
পোরোশেঙ্কো: ইউক্রেনের সেনা হত্যায় জড়িতদের নির্মূল করা হবে
পেতরো পোরোশেঙ্কো
ইউক্রেনের পাশ্চাত্যপন্থি প্রেসিডেন্ট পেতরো পোরোশেঙ্কো বলেছেন, তার দেশের ২৩ সেনাকে হত্যায় জড়িত রুশপন্থি বিছিন্নতাবাদীদের খুঁজে বেরা করা হবে এবং তাদের নির্মূল করা হবে। ইউক্রেনের নিরাপত্তা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকের পর ওয়েব সাইটে দেয়া বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শুক্রবার রুশ সীমান্তের কাছে দৃশ্যত রকেট হামলায় ইউক্রেনের এ সব সেনা নিহত হয়। কিয়েভের কর্মকর্তারা দাবি করছেন, রুশপন্থি বিচ্ছিনতাবাদীরা জেলেনোপিলিয়া গ্রামের কাছে গ্রাড ক্ষেপণাস্ত্র দিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে। হামলায় ইউক্রেনের ৯০ জনের বেশি সেনা আহত হয়। রুশপন্থি স্বাধীনতাকামীরা বলেছে, তাদের হামলায় ইউক্রেনের একটি সেনাদল ‘ধ্বংস’ হয়ে গেছে।
প্রেসিডেন্ট পোরোশেঙ্কো আরো বলেছেন, ইউক্রেনের নিহত প্রতিটি সেনার জন্য বিচ্ছিনতাবাদীদের শত শত সন্ত্রাসীকে মূল্য দিতে হবে। কোনো সন্ত্রাসী তার দায় এড়াতে পারবে না এবং প্রত্যেককেই তার জবাব দিতে হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন