চীনের প্রতি মার্কিন সিনেটের আহ্বান: অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থাকুন
চীনের প্রতি মার্কিন সিনেটের আহ্বান: অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থাকুন
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন সিনেট।
সিনেট গতকাল (শুক্রবার) এ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটি পেশকারীদের অন্যতম হলেন সিনেটের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজ।
তিনি বলেছেন, আমেরিকা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দেশ। সাম্প্রতিক ঘটনাবলীতে প্রমাণিত হয়েছে এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখায় আমেরিকার জাতীয় স্বার্থ রয়েছে।
বেইজিং পূর্ব চীন সাগরে যে বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল গঠন করেছে মার্কিন সিনেটের প্রস্তাবে তারও সমালোচনা করা হয়েছে। গত ডিসেম্বরে চীন ওই অঞ্চল গঠন করে। এ জাতীয় পদক্ষেপের মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বদলে দেয়া হচ্ছে বলে প্রস্তাবে দাবি করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন