পিয়ংইয়ং আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়ার সমালোচনা করল

পিয়ংইয়ং আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়ার সমালোচনা করল

পিয়ংইয়ং আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়ার সমালোচনা করল

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী
ফাইল ছবি
কোরিয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় সাগরে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত যৌথ নৌ মহড়ার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিটির এক মুখপাত্রের বরাত দিয়ে আজ (শনিবার) এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, রাজনৈতিক ও সামরিক বৈরিতা নিরসন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য উত্তর কোরিয়া বারবার যে আহ্বান জানিয়েছে এ মহড়ার মধ্য দিয়ে তার প্রতি অবজ্ঞা জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণ ও সেনাবাহিনী কোরিয় উপদ্বীপের উত্তেজনা নিরসন এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে যে আন্তরিক তৎপরতা চালাচ্ছে দেশ দু’টির হঠকারী সামরিক তৎপরতা তার প্রতি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার এ পদক্ষেপের ফলে উত্তর-দক্ষিণ সম্পর্কোন্নয়ন এবং জাতীয় সংহতি অর্জনের লক্ষ্যে কোরিয় জনগণের সদিচ্ছাকে হতাশার দিকে ঠেলে দেবে।

আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত যৌথ নৌ মহড়া প্রথম দফায় চলতি মাসের ১৬ থেকে ২১ এবং পরবর্তীতে ২১ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে। এ মহড়া কোরিয় উপদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত হবে। দক্ষিণাঞ্চলের সাগরে অনুষ্ঠেয় মহড়ায় জাপানেরও অংশ নেয়ার কথা রয়েছে। মহড়ায় অংশ নেয়ার জন্য আমেরিকার পরমাণু-শক্তিচালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন গতকাল দক্ষিণ কোরিয়ার পুসান বন্দরে ভিড়েছে । জাহাজটি এ বন্দরে পাঁচ দিন অব্স্থান করবে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন