পিয়ংইয়ং আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়ার সমালোচনা করল
পিয়ংইয়ং আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়ার সমালোচনা করল
ফাইল ছবি
কোরিয় উপদ্বীপের দক্ষিণাঞ্চলীয় সাগরে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত যৌথ নৌ মহড়ার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিটির এক মুখপাত্রের বরাত দিয়ে আজ (শনিবার) এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, রাজনৈতিক ও সামরিক বৈরিতা নিরসন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য উত্তর কোরিয়া বারবার যে আহ্বান জানিয়েছে এ মহড়ার মধ্য দিয়ে তার প্রতি অবজ্ঞা জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার জনগণ ও সেনাবাহিনী কোরিয় উপদ্বীপের উত্তেজনা নিরসন এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টিতে যে আন্তরিক তৎপরতা চালাচ্ছে দেশ দু’টির হঠকারী সামরিক তৎপরতা তার প্রতি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার এ পদক্ষেপের ফলে উত্তর-দক্ষিণ সম্পর্কোন্নয়ন এবং জাতীয় সংহতি অর্জনের লক্ষ্যে কোরিয় জনগণের সদিচ্ছাকে হতাশার দিকে ঠেলে দেবে।
আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পরিকল্পিত যৌথ নৌ মহড়া প্রথম দফায় চলতি মাসের ১৬ থেকে ২১ এবং পরবর্তীতে ২১ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে। এ মহড়া কোরিয় উপদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনুষ্ঠিত হবে। দক্ষিণাঞ্চলের সাগরে অনুষ্ঠেয় মহড়ায় জাপানেরও অংশ নেয়ার কথা রয়েছে। মহড়ায় অংশ নেয়ার জন্য আমেরিকার পরমাণু-শক্তিচালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন গতকাল দক্ষিণ কোরিয়ার পুসান বন্দরে ভিড়েছে । জাহাজটি এ বন্দরে পাঁচ দিন অব্স্থান করবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন