আমেরিকায় মুসলিমদের ওপর নজরদারি
আমেরিকায় মুসলিমদের ওপর নজরদারি
আমেরিকায় যে পাঁচজন মুসলমানের ওপর দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই এবং জাতীয় নিরাপত্তা সংস্থা নজরদারি করেছে তার মধ্যে ৩ জনই হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
এর মধ্যে আসিম গফুর ও ফয়সাল গিল হচ্ছেন আইনজীবী আর তৃতীয় জন আগা সাঈদ হচ্ছেন একটি মুসলিম গবেষণা প্রতিষ্ঠানের প্রধান।
গত বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে-আমেরিকায় বসবাসরত পাঁচজন মুসলমানের কাজকর্মের ওপর নজরদারি চালিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
দ্যা ইন্টারসেপ্ট নামের একটি অনলাইন জানিয়েছে, মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করে তারা এ পাঁচ মুসলিমকে চিহ্নিত করেছে।
ফয়সাল গিল হচ্ছেন আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রণালয়ের আইনজীবী। তিনি বুশ প্রশাসনের সঙ্গে কাজ করেছিলেন এবং রিপাবলিকান দলের হয়ে ভার্জিনিয়া থেকে নির্বাচন করেছিলেন।
আসিম গফুর হচ্ছেন একজন প্রতিরক্ষা বিষয়ক আইনজীবী যিনি সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা পরিচালনা করেন। এছাড়া, আগা সাঈদ হচ্ছেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রধান। তিনি ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতেও খুবই সক্রিয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন