ইরান গাজা ইস্যুতে যৌথভাবে কাজের তাগিদ করেছে
ইরান গাজা ইস্যুতে যৌথভাবে কাজের তাগিদ করেছে
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে নীরব ও নিষ্ক্রিয় থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ নিন্দা জানান।
সংলাপে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, “আমাদের সবাইকে কিছু করতে হবে যাতে ইহুদিবাদী ইসরাইল বুঝতে পারে যে, মুসলিম বিশ্ব ও আঞ্চলিক দেশগুলো ফিলিস্তিনি জনগণের পেছনে আছে এবং তাদেরকে একা ছেড়ে দেই নি। বর্বর ইসরাইলের জানা উচিত- তারা যে অপরাধ করছে তার উপযুক্ত জবাব পাবে।”
ড. রুহানি আরো বলেন, “দুর্ভাগ্যজনকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নি। এ কারণে আমাদের সবারই বলা উচিত যে, নিরাপত্তা পরিষদকে একটা সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
মধ্যপ্রাচ্যে বিশেষ করে গাজা উপত্যকা, সিরিয়া ও ইরাকে মারাত্মক নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ায় ইরানের প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন। এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মুসলিম হত্যা বন্ধে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ ক্ষেত্রে তিনি তুরস্কের সঙ্গে সহযোগিতার কথাও বলেন।
টেলিফোন আলাপে এরদোগান মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য জোরদারের গুরুত্ব তুলে ধরে বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের অসহ্য নিপীড়ন বন্ধে সহযোগিতা করতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান ও তুরস্ক যৌথ পরিকল্পনা করে এ নিয়ে একসঙ্গে কাজ করতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন