প্রধানমন্ত্রী মালিকি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন
প্রধানমন্ত্রী মালিকি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন
বরখাস্তকৃত পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারিকে বরখাস্ত করেছেন। জেবারির স্থলাভিষিক্ত হিসেবে জ্বালানি বিষয়ক উপ প্রধানমন্ত্রী হোসাইন আশ-শাহরিস্তানিকে নিয়োগ দিয়েছেন তিনি। আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)-এর সঙ্গে বাগদাদের যখন উত্তেজনা অব্যাহত রয়েছে তখন এ পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী মালিকি।
প্রধানমন্ত্রীর এক মন্তব্যকে কেন্দ্র করে জেবারিসহ অন্যান্য কুর্দিমন্ত্রীরা সরকারি বৈঠক বর্জনের পরিপ্রেক্ষিতে জেবারিকে বরখাস্ত করা হয়। বুধবার মালিকি বলেছিলেন, তাকফিরি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে কুর্দিস্তান। তার এ বক্তব্যের পর ইরাক সরকারের কুর্দি সদস্যরা মন্ত্রিসভার বৈঠক বর্জনের সিদ্ধান্ত নেন।
এদিকে, গতকাল কিরকুক এবং বাই হাসানের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলো দখল করে নিয়েেছে কুর্দি পিশমারগ বাহিনী। এ পদক্ষেপেরও কঠোর সমালোচনা করেছে বাগদাদ। বাগদাদ বলছে, দেশটির তেল রফতানি করার অধিকার একমাত্র তাদেরই আছে। কিন্তু কুর্দিরা দাবি করছে, নিজেদের অঞ্চলের সম্পদ বিপণনের ক্ষমতা তাদের রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন