ইসরাইলি পাশবিক হামলায় গাজায় নিহত ২২, মোট শহীদ ৭৮
ইসরাইলি পাশবিক হামলায় গাজায় নিহত ২২, মোট শহীদ ৭৮
গাজায় ইসরাইলি বর্বরতা
অধিকৃত গাজা উপত্যকার অবরুদ্ধ জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা চলছে। আজ (বৃহস্পতিবার) সেখানকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
এ নিয়ে গত তিনদিনের টানা ইহুদিবাদী হামলায় গাজা উপত্যকার অন্তত ৭৮ ফিলিস্তিনি শহীদ হলেন। আজ উপত্যকার খান ইউনিস শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলি জঙ্গিবিমান। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, গত তিনদিনের হামলায় ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
এদিকে ইহুদিবাদী সেনাপ্রধান বেন্নি গানতেয গাজা উপত্যকায় স্থলবাহিনী পাঠানোর বিষয়টি অনুমোদন করেছেন বলে জানা গেছে।
ফিলিস্তিনি ঐক্য সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোফিদ আল-হাসাইনা জানিয়েছেন, শুধুমাত্র ৮ জুলাইর ইসরাইলি হামলায় গাজা উপত্যকার ৫০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস ও আরো ১,৭০০ বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে।
এর আগে ২০১২ সালের ২১ নভেম্বর শেষ হওয়া আটদিনের ইসরাইলি আগ্রাসনে ১৬০ ফিলিস্তিনি শহীদ ও অপর প্রায় ১,২০০ জন আহত হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ আরো পরে গাজা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসবে বলে জানা গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন