৪০ কেজি ইউরেনিয়াম হাতিয়ে নিয়েছে আইএসআইএল
৪০ কেজি ইউরেনিয়াম হাতিয়ে নিয়েছে আইএসআইএল
ইরাকের তাকফিরি সন্ত্রাসী (ফাইল ছবি)
ইরাক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে,উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল-এর সন্ত্রাসীরা মসুল বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম হাতিয়ে নিয়েছে। এসব ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। জাতিসংঘের কাছে লেখা চিঠিতে এ তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আল-হাকিম।
গত মাসে রাজধানী বাগদাদের ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মসুল শহরটি দখল করে নিয়েছিল আইএসআইএল-এর সন্ত্রাসীরা।
খোয়া যাওয়া ইউরেনিয়াম ইরাক থেকে পাচার হয়েও যেতে পারে বলে চিঠিতে আশঙ্কা ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আল-হাকিম। চিঠিতে তিনি বলেন, এ পরমাণু উপাদান আলাদ ভাবে অন্য কোনো কিছুর সঙ্গে মিশিয়ে সন্ত্রাসী তৎপরতায় ব্যবহার করতে পারে আইএসআইএল।
অবশ্য, খোয়া যাওয়া ইউরেনিয়াম সমৃদ্ধ নয় বলে তা পরমাণু বোমা তৈরিতে হয়তো ব্যবহার করা হয়ত সম্ভব হবে না বলে ইরাকের সরকারি সূত্র এবং আমেরিকা ধারণা করছে। তাকফিরি সন্ত্রাসীরা ইরাকের একটি পরিত্যক্ত রাসায়নিক অস্ত্রের কারখানা দখল করে নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার একদিন পরই তাদের হাতে পরমাণু উপাদান খোয়া যাওয়ার খবর স্বীকার করা হলো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন