ইসরাইল প্রতিরোধের মুখে অনুশোচনা করবে: ইরান
ইসরাইল প্রতিরোধের মুখে অনুশোচনা করবে: ইরান
গাজায় ইসরাইলি আগ্রাসন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর জবাবে ইহুদিবাদী ইসরাইল অনুশোচনা করতে বাধ্য হবে।
তিনি বলেন, “ইসরাইলের এটা ভাবা উচিত হবে না যে, মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান সংকটকে পুঁজি করে এই হামলা অব্যাহতভাবে চালাতে পারবে। শিগগিরি তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতিক্রিয়া দেখতে পাবে এবং তখন ইসরাইল অনুশোচনা করবে।”
ফিলিস্তিনি ইস্যুতে ইরানের অবস্থান প্রসঙ্গে আমির আব্দুল্লাহিয়ান বলেন, “ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি তেহরান জোরালোভাবে সমর্থন দিয়ে যাবে।”
ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইসরাইলের বর্বর আগ্রাসন ও স্থল অভিযান চালানোর প্রক্রিয়া জোরদার করার প্রেক্ষাপটে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বললেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন