আশ-শাবাবের হামলা সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে
আশ-শাবাবের হামলা সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে
আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আশ-শাবাব সন্ত্রাসী গোষ্ঠী সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে তারা ওই প্রাসাদের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলেও পরে নয় হামলাকারীর সবাইকে হত্যা করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
রাজধানী মোগাদিশুতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল (মঙ্গলবার) শেষ বেলায় তারা বড় ধরণের হামলা চালায় এবং কঠোর প্রহরাধীন কমপ্লেক্সে ঢুকে পড়ে।
আশ-শাবাবের মুখপাত্র আবদুল আজিজ আবু মুসাব দাবি করেন, তাদের কমান্ডোরা প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে পড়েছে এবং কমপ্লেক্সের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
সোমালিয়ার কর্মকর্তারা এ হামলার ঘটনা নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্ট হোসাইন শেখ মাহমুদ এবং প্রধানমন্ত্রী আবদিউইলি শেখ আহমেদ এ সময় প্রাসাদে ছিলেন না। তারা দু'জনই নিরাপদে আছেন বলেও জানানো হয়েছে। এ ছাড়া, সরকারি সেনারা কমপ্লেক্সটির নিয়ন্ত্রণ আবার গ্রহণ করেছে উল্লেখ করে নিরাপত্তা সূত্রগুলো বলেছে, নয় হামলাকারীর সবাই নিহত হয়েছে।
গত ফেব্রুয়ারিতেও প্রেসিডেন্ট প্রাসাদের ওপর এক দফা হামলা হয়েছিল। সোমালিয়ার সামরিক পোশাক পরিহিত আশ-শাবাবের সন্ত্রাসীরা গাড়ি বোমা ব্যবহার করে কমপ্লেক্সে ঢুকতে সক্ষম হলেও পরে প্রাসাদের গার্ডদের হাতে তারা নিহত হয়।#
রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন