হুথি যোদ্ধারা ইয়েমেনের আমরান শহর দখল করে নিয়েছে
হুথি যোদ্ধারা ইয়েমেনের আমরান শহর দখল করে নিয়েছে
আরমান শহর নিয়ন্ত্রণ করছে হুতি যোদ্ধারা
ইয়েমেনের রাজধানী সানার কাছে আমরান শহরের দখল নিয়েছে হুথি যোদ্ধারা। ইয়েমেনের কর্মকর্তারা এ খবর স্বীকার করেছেন।
হুথি যোদ্ধাদের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম জানিয়েছেন, এ শহর দখল করার অর্থ এই নয় যে, সেখানে সরকার প্রতিষ্ঠা করা হবে বরং এ যুদ্ধ শুধুমাত্র চরমপন্থিদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে।
গত কয়েকদিন ধরে এ শহরে হুথি যোদ্ধা ও সরকারি সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে। এতে বহু মানুষ হতাহত এবং কয়েক হাজার ঘর-বাড়ি ছাড়া হয়েছে।
ইয়েমেনের জনপ্রিয় বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহ সরকারের পদত্যাগে বাধ্য করাতে হুথি আন্দোলন বড় ভূমিকা রেখেছিল। ৩৩ বছর ধরে ইয়েমেন শাসনের পর ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে স্বৈরশাসক সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
প্রতিষ্ঠাতা হোসেইন বদরুদ্দিন আল-হুথির নামে সংগঠনটি হুথি আন্দোলন নামে পরিচিত।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন