ফিলিস্তিনি ঐক্য সরকার: ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছে
ফিলিস্তিনি ঐক্য সরকার: ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছে
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন
মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি ঐক্য সরকার বলেছে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান হামলা যুদ্ধ ঘোষণা ছাড়া আর কিছু নয়।
ফিলিস্তিনি ঐক্য সরকারের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ বলেন, ইসরাইলের আগ্রাসন নিতান্তই ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং এর পরিণতি ইসরাইল কর্তৃপক্ষকেই ভোগ করতে হবে। তিনি চলমান আগ্রাসনকে নারী, শিশু ও বয়স্কদের ওপর ইসরাইলের গণহত্যা বলে উল্লেখ করেন।
এ আগ্রাসনের নিন্দা জানিয়ে রুদাইনেহ বলেন, ইসরাইলের হামলার জবাবে ফিলিস্তিনেদরও বৈধ উপায়ে আত্মরক্ষা করার অধিকার আছে।
ফিলিস্তিনের এ মুখপাত্র ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মুখে আন্তর্জাতিক সমাজের নীরবতার সমালোচনা করে বলেন, এ ধরনের অবস্থান গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ইসরাইল যুদ্ধবিরতি ভেঙেছে এবং এখন ফিলিস্তিনি কর্মকর্তারা তাদের জনগণের ভাগ্য নির্ধারণে সিদ্ধান্ত নেবেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন