ইরাকি সুন্নি বাহিনী আইএসআইএল নির্মূলে নামছে: সুন্নি আলেম
ইরাকি সুন্নি বাহিনী আইএসআইএল নির্মূলে নামছে: সুন্নি আলেম
ইরাকি ওলামা সংস্থার প্রধান ও বিশিষ্ট সুন্নি আলেম শেইখ খালিদ আল মুল্লা
ইরাকের বিশিষ্ট সুন্নি আলেম ও ইরাকি ওলামা সংস্থার প্রধান শেইখ খালিদ আল মুল্লা জানিয়েছেন, দেশটির সুন্নি মুসলমান অধ্যুষিত প্রদেশগুলোতে আইএসআইএল-এর সন্ত্রাসীদের নির্মূলের জন্য গড়ে তোলা হচ্ছে স্থানীয় সুন্নি যোদ্ধাদের ব্যাটালিয়ন।
তিনি বলেছেন, ইরাকের শীর্ষস্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও সুন্নি আলেমদের ফতোয়ার আলোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদের জন্য এই ব্যাটালিয়নগুলো গড়ে তোলা হচ্ছে।
শেইখ খালিদ জানান, এইসব ব্যাটালিয়ন ইরাকের সরকারি সেনাদের সহায়তা করবে যাতে মসুল প্রদেশকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা যায়।
ইরাকের সরকারি সেনারা এরিমধ্যে তিকরিত থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছে এবং সালাহউদ্দিন প্রদেশের ৮০ শতাংশ অঞ্চলও সন্ত্রাসী-মুক্ত করেছে।
সাবেক আলকায়দা ও ধর্ম-বিদ্বেষী বাথিস্টদের নেতৃত্বাধীন ওয়াহাবি-তাকফিরি মতবাদে বিশ্বাসী আইএসআইএল-এর সন্ত্রাসীরা তাদের প্রতি আনুগত্য প্রকাশে ব্যর্থ ইরাকের শিয়া ও সুন্নিসহ সব শ্রেণীর মানুষের ওপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা বহু সুন্নি আলেমকেও নৃশংসভাবে হত্যা করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন