স্কট রিকার্ড: প্রতিটি মার্কিন দূতাবাস থেকেই গুপ্তচরবৃত্তি করা হচ্ছে
স্কট রিকার্ড: প্রতিটি মার্কিন দূতাবাস থেকেই গুপ্তচরবৃত্তি করা হচ্ছে
বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলো গুপ্তচরদের আখড়ায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার সাবেক গোয়েন্দা বিশেষজ্ঞ স্কট রিকার্ড। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন। স্কট রিকার্ড আরও বলেছেন, "প্রতিটি মার্কিন দূতাবাসই হচ্ছে গুপ্তচরবৃত্তির কেন্দ্র। প্রতিটি দূতাবাসের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্টেশন চিফ।"
গত সপ্তাহে জার্মানির বৈদেশিক গোয়েন্দা সার্ভিস বা বিএনডি’র এক কর্মচারীকে আমেরিকার হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে আটক করা হয়েছে বলে দেশটির সরকারি আইনজীবীরা তথ্ফাঁয স করার পর এসব মন্তব্য এলো।
স্কট রিকার্ড আরও বলেছেন, “এটা নতুন কিছু নয়। এটা এমন একটি বিষয় যা গত ৫০ বছর ধরে মার্কিনীরা করে আসছে। তারা বিশ্বের সব দেশের দূতাবাস ও কনস্যুলেটের তৎপরতা ওপর নজরদারি করছে।”
গত মাসে জার্মানির সরকার দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মোবাইলে আড়িপাতার বিষয়ে তদন্ত শুরু করেছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ মার্কেলের মোবাইলে আড়ি পেতেছিল বলে খবর প্রকাশিত হয়েছে। এর ফলে জার্মানির সরকার ও জনগণ আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন