গাজায় ইসরাইলি বিমান হামলায় ১২জন নিহত
গাজায় ইসরাইলি বিমান হামলায় ১২জন নিহত
গাজায় ইসরাইলি বিমান হামলায় আজ (বুধবার) অন্তত ১২ জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। এ নিয়ে গত কয়েক দিনের হামলায় ৩৫ জন ফিলিস্তিনি শহীদ হলেন। আহত হয়েছে আরও প্রায় তিনশ’ ফিলিস্তিনি।
আজকের সর্বশেষ হামলায় বেইত হানুনে ১৪ বছর বয়সী ইব্রাহিম ও তার ৪০ বছর বয়সী মা সাহার হামদান আল-মাসরি শহীদ হয়েছেন। গাজা সিটিতে বিমান হামলায় এক কিশোর ও তার বাবা শহীদ হওয়ার কয়েক ঘন্টা পরই বেইত হানুনে হামলা হয়। এর আগে আজই আরেক হামলায় গাজায় দুই বছরের শিশু ও তার মা শহীদ হয়।
চলমান হামলায় শহীদ ৩৫ জনের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া দখলদারদের হামলায় ইসলামী প্রতিরোধ আন্দোলন-হামাসের কয়েক জন নেতা-কর্মীও শহীদ হয়েছেন। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, আজও বেশ কয়েকটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে।
হামাসের একজন মুখপাত্র বলেছেন, শিশুদের ওপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে। এটা মারাত্মক যুদ্ধাপরাধ। ফিলিস্তিনিদের আবাসিক এলাকাগুলোতে হামলার কারণে শিশু ও নারীরাই বেশি শহীদ হচ্ছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা বলেছে, গাজায় হামলার অধিকার তেল আবিবের রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন