বোকো হারাম কৃত অপহৃত ৬৩ নারী পালাতে পেরেছে, খোঁজ নেই ২২৩ জনের
বোকো হারাম কৃত অপহৃত ৬৩ নারী পালাতে পেরেছে, খোঁজ নেই ২২৩ জনের
উত্তরাঞ্চলীয় নাইজেরিয়া থেকে গত মাসে অপহৃত ৬০ জনের বেশি মেয়ে ও নারী নিরাপদে পালাতে পেরেছেন। গত মাসে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সন্দেহভাজন সদস্যরা এদেরকে অপহরণ করেছিল।
বোরনো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে এক মানবাধিকার কর্মী জানিয়েছেন, গত শুক্রবার এ সব অপহৃত নারী নিজ নিজ ঘরে ফিরে এসেছে। এই খবর নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মাইদুগুরির এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা।
বোরনো রাজ্যের এক পদস্থ কর্মকর্তা গাভা সাংবাদিকদের বলেছেন, বোকো হারামের সন্দেহভাজন সদস্যরা যখন লড়াইয়ে ব্যস্ত ছিল সে সুযোগে এরা পালিয়ে এসেছেন।
গত শুক্রবার শেষ বেলায় দামবোয়া শহরে হামলা চালানোর পর বোকো হারামের সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ৫০ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
অবশ্য, সেনা বা বোরনো রাজ্যের সরকারের কোনো মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্য করার জন্য পাওয়া যায় নি।
এদিকে, বোকো হারাম গোষ্ঠী গত ১৪ এপ্রিল একই রাজ্যের চিবুক স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করেছিল। এরমধ্যে ৫৩ জন পালিয়ে আসতে সক্ষম হলেও এখনো নিখোঁজ রয়েছে ২২৩। নিখোঁজ এসব ছাত্রীকে ফিরিয়ে আনার দাবিতে রাজধানী আবুজায় বিক্ষোভ করেছে ‘ব্রিং ব্যাক আওয়ার গালর্স’ নামের একটি সংস্থা।
বোকো হারামের হাতে অপহৃত এ সব ছাত্রীকে উদ্ধারে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে এর আগে ঘোষণা করেছিল ইরান। ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, বোকো হারামের হাতে অপহৃত ছাত্রীদের উদ্ধারের লক্ষ্যে নাইরেজিয়ার সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযানের অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে তেহরান।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন