আমেরিকা বিমানবন্দরের বোমাতঙ্কে নিরাপত্তা জোরদার
আমেরিকা বিমানবন্দরের বোমাতঙ্কে নিরাপত্তা জোরদার
আমেরিকায় সম্ভাব্য বোমা হামলার আতঙ্কে ভুগছেন মার্কিন কর্মকর্তারা। আমেরিকাগামী বিমানে ওঠার আগে যাত্রীদেরকে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি চালু করে নিরাপত্তা কর্মীদের দেখাতে হবে বলে মার্কিন ট্রান্সপোর্টেশন সিক্যুরিটি অ্যাডমিন্সেট্রেশন (টিএসএ) নির্দেশ দিয়েছে।
যাত্রীরা মোবাইল ফোন, ট্যাব বা ইলেক্ট্রনিক যন্ত্রপাতির আড়ালে যে বিস্ফোরক বা বোমা বহন করছে না তা প্রমাণ করার জন্য এ কাজ করতে হবে। ব্যাটারি সংযোগ নেই বা চালু করা যাবে না এমন কোনো মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বিমানে উঠতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে।
এ ছাড়া, যাত্রীদের বাড়তি তল্লাশি করা হতে পারে বলেও টিএসএ’র ওয়েব সাইটে দেয়া নির্দেশে উল্লেখ করা হয়েছে। আমেরিকার সঙ্গে সরাসরি বিমান চলাচল রয়েছে এমন সব বিমানবন্দরের জন্য এ নির্দেশ প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে কোনো বিমানবন্দরের নাম এতে বলা হয় নি।
গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেন থেকে বোমা তৈরিতে বিশেষজ্ঞ উগ্রবাদীরা সিরিয়া সফরে গেছে। বিমানবন্দরের নিরাপত্তায় ব্যবহৃত স্ক্যানার ফাঁকি দিতে সক্ষম নতুন বোমা তৈরির কৌশল সন্ত্রাসীদের শিক্ষা দেয়ার জন্য তারা সিরিয়া সফর করছেন বলে এতে উল্লেখ করা হয়েছে। এ সব বোমা মোবাইল বা ট্যাবে বসানো যাবে এবং তা আমেরিকায় গমনকারী বিমানে স্থাপন করা হতে পারে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন। আর এ প্রেক্ষাপটে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন