তুরস্কে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নতুন প্রধান নির্বাচনে বৈঠক
তুরস্কে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নতুন প্রধান নির্বাচনে বৈঠক
এসএনসি নেতা আহমাদ জারবা
সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীগোষ্ঠী কথিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন বা এসএনসি’র নতুন প্রধান নির্বাচন করতে তুরস্কে বৈঠক শুরু করেছে। ইরানের প্রেস টিভি জানিয়েছে- তুরস্কের ইস্তাম্বুল শহরে চলছে এ বৈঠক এবং তিনদিন ধরে তা চলবে।
গতকাল (রেবাবরা) থেকে এ বৈঠক শুরু হয়েছে এবং আগামীকাল নেতা নির্বাচনের বিষয়ে ভোটাভুটি হবে। এ পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন- হাদি বাহরা এবং মুয়াফফাক নাইরাবিয়েহ।
২০১৩ সালের জুলাই মাসে আহমাদ সারবা সর্বপ্রথম এ পদে নির্বাচিত হয়েছিলেন। গত জানুয়ারি মাসে তাকে আবার এ গোষ্ঠীর নেতৃত্ব দিতে ছয় মাসের জন্য নির্বাচিত করা হয়। পশ্চিমা সমর্থিত এ গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, তুরস্কের বৈঠক থেকে তারা তিনজন সহ-সভাপতি, একজন মহাসচিব এবং একটি রাজনৈতিক কমিটি নির্বাচিত করবেন। এছাড়া, তাকফিরি আইএসআইএল গোষ্ঠীর তৎপরতা নিয়েও তারা আলোচনা করবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন