ইয়েমেনের বিমান বাহিনী হুতি অবস্থানে বোমা হামলা চালালো
ইয়েমেনের বিমান বাহিনী হুতি অবস্থানে বোমা হামলা চালালো
হুতি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা
ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতি যোদ্ধাদের অবস্থানে বোমা হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, রাজধানী সানার ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত আমরান শহরের আশপাশে হুতি অবস্থানের ওপর দিয়ে জঙ্গিবিমান উড়ে যায় এবং তাদের ওপর বোমা বর্ষণ করে।
স্থানীয় সরকার বলছে হামলায় বহুসংখ্যক হুতি যোদ্ধা নিহত হয়েছে তবে হুতিদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়া হয় নি।
এদিকে, উত্তরাঞ্চলীয় আজ-জাওয়াফ প্রদেশের উপজাতি সূত্র থেকে বলা হয়েছে- শুক্রবারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ১০ জন হুতি যোদ্ধা, পাঁচজন সাধারণ মানুষ এবং তিনজন সেনা।
হুতি যোদ্ধারা গত ২৩ জুনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার জন্য সামরিক বাহিনীকে দায়ী করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন