জার্মানি কাবুলকে: সন্ত্রাসবাদ দূর করতে পাকিস্তানকে সমর্থন দিন
জার্মানি কাবুলকে: সন্ত্রাসবাদ দূর করতে পাকিস্তানকে সমর্থন দিন
পাকিস্তান প্রতিনিধিদলের সঙ্গে মাইকেল কচ (বামে)
উগ্র তালেবান ও আল-কায়েদা গোষ্ঠীর সন্ত্রাসবাদ দূর করতে পাকিস্তানের চলমান সামরিক অভিযানে সমর্থন দিতে আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি।
আফগান ও পাকিস্তান বিষয়ক জার্মানির বিশেষ দূত মাইকেল কচ গতকাল (শনিবার) বার্লিনে পাকিস্তানের ছয় সদস্যের সিনেট প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ আহ্বান জানান। প্রতিনিধিদিলের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক সিনেট স্থায়ী কমিটির চেয়ারম্যান হাজি মুহাম্মাদ আদিল।
মাইকেল কচ বলেন, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে তালেবানদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চলছে তার প্রতি জার্মানির সমর্থন রয়েছে।
তিনি বলেন, আফগান ও পাকিস্তান একে অপরের সঙ্গে জড়িত এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি তাদের ঘনিষ্ঠ সহযোগিতা ও আস্থার ওপর নির্ভর করে। দেশ দুটি যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা এ ক্ষেত্রে সফল হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন