তাকফিরিদের সঙ্গে যোগ না দেয়ার আহ্বান জানালেন ব্রিটেনের ১০০ ইমাম
তাকফিরিদের সঙ্গে যোগ না দেয়ার আহ্বান জানালেন ব্রিটেনের ১০০ ইমাম
মুসলমানদের বিভ্রান্ত করার জন্য কলেমা খচিত পতাকা ব্যবহার করে আইএসআইএল
ব্রিটেনের প্রায় ১০০ ইমাম দেশটির মুসলমানদেরকে চরমপন্থি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর পক্ষে যুদ্ধ না করার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের শিয়া ও সুন্নি ইমামরা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়ে বলেছেন, তাকফিরিদের পক্ষে যুদ্ধ করতে যেন কোনো মুসলমান ইরাক ও সিরিয়ায় না যায়।
মধ্যপ্রাচ্যের ওই দুটি দেশে তাকফিরি সন্ত্রাসীরা নৃশংস তাণ্ডব চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্রিটেনের ইমামরা এক খোলা চিঠিতে এ আহবান জানালেন।
এসব ধর্মীয় নেতা ব্রিটেনের মুসলমান সমাজকে সাম্প্রদায়িক বিভক্তির ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছেন এবং সিরিয়া ও ইরাক যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আহবান জানিয়েছেন।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা তাকফিরি সন্ত্রাসীরা নিজ দেশে ফিরে গেলে ওই মহাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে বলে যখন ইউরোপীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করছেন তখনই ব্রিটেনের ইমামরা এই আহবান জানালেন।
বিভিন্ন সুত্র জানিয়েছে,অন্তত ৫০০ ব্রিটিশ নাগরিক তাকফিরি সন্ত্রাসীদের পক্ষে যুদ্ধ করতে সিরিয়া ও ইরাকে গেছে। তাছাড়া, আইএসআইএল ইরাকের কয়েকটি বড় শহর দখল করে নেয়ার পর আরো কিছু ব্রিটিশ জঙ্গি ইরাকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন