আমেরিকা সিরিয়া-ইরাকের তাকফিরি গোষ্ঠীগুলোকে কারিগরি সহায়তা দিচ্ছে

আমেরিকা সিরিয়া-ইরাকের তাকফিরি গোষ্ঠীগুলোকে কারিগরি সহায়তা দিচ্ছে

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী
মার্কিন সরকার, সিরিয়া ও ইরাকের তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে তাদের সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য কারিগরি সহায়তা দিচ্ছে।

ইরানের ইংরেজি চ্যানেল প্রেস টিভি কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সরকারের 'অফিস অব দ্য সিরিয়ান অপোজিশন সাপোর্ট' বা ওএসওএস'র মাধ্যমে এ সহায়তা দেয়া হচ্ছে।

তাকফিরি গোষ্ঠীগুলোর ফেসবুক এবং টু্‌ইটারে কয়েকটি অ্যাকাউন্ট আছে এবং এ সব অ্যাকাউন্টের মাধ্যমে তারা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। কোথা থেকে এ সব তৎপরতার চালাচ্ছে তা যেন নির্ধারণ করা না যায় এবং বেনামে যেন এ জাতীয় তৎপরতা অব্যাহত রাখা যায় সেজন্য সন্ত্রাসীদের প্রয়োজনীয় সফটওয়্যারের যোগান দিচ্ছে ওএসওএস।
এ ছাড়া, দ্যা ইনস্টিটিউট ফর ওয়ার অ্যান্ড পিস রিপোটিং এবং ফ্রিডম হাউজ নামের দু’টো সংস্থার মাধ্যমে মার্কিন পররাষ্ট্র দফতর সন্ত্রাসীদের নিরাপত্তা প্রশিক্ষণ দিচ্ছে।

অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে সন্ত্রাসীরা টুইটার বেশি ব্যবহার করে এবং এর মাধ্যমে তারা ভিডিও ফুটেজ ও খবর প্রচার করে থাকে।

এদিকে, তাকফিরি সন্ত্রাসীদের সমর্থনে দেয়া ফতোয়া টুইটারে প্রচার করেন উগ্রবাদী কোনো কোনো মুফতি। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, টুইটারের এ সব বার্তা পুনরায় তুরস্ক ও ইরাকে টুইট করা হয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন