ইহুদিবাদী ইসরাইল গাজায় আরো কয়েক দফা বিমান হামলা চালাল
ইহুদিবাদী ইসরাইল গাজায় আরো কয়েক দফা বিমান হামলা চালাল
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে আরো কয়েক দফা বিমান হামলা করেছে ইহুদিবাদী ইসরাইল । তেল আবিবের সর্বশেষ আগ্রাসনের অংশ হিসেবে এ সব বিমান হামলা চালান হয়।
দক্ষিণাঞ্চলীয় গাজার রাফা শহরের ওপর গতকাল বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হওয়ার খবর এখনো পাওয়া যায় নি।
এদিকে, গাজা শহর থেকে ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত জাবালিয়া শিবিরে তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে তিন ইসরাইলি কিশোর নিখোঁজ হয়। পরে গত মাসের ৩০ তারিখে হালহুল এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় ফিলিস্তিনিদের দায়ী করে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বিমান ও কামানের হামলা বাড়িয়ে দিয়েছে।
এদিকে, চলতি মাসের ১ তারিখে সকালে পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে তল্লাশির অজুহাতে ১৮ বছর বয়সী কিশোর ইউসুফ আবু জাঘেরকে হত্যা করে বর্বর ইসরাইলি সেনারা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন