আইএসআইএল স্পেন দখল করার হুমকি দিল
আইএসআইএল স্পেন দখল করার হুমকি দিল
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল আগ্রাসন চালিয়ে স্পেন দখল করার হুমকি দিয়েছে।
ওয়েবসাইটে প্রচারিত এক মিনিটের একটি ভিডিও ফুটেজে স্প্যানিশভাষী দুই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে- “স্পেন ছিল তাদের পূর্বপুরুষদের এবং তারা এখন সেখানে নতুন ইসলামি রাষ্ট্র গঠন করার জন্য জীবন দিতে প্রস্তুত।”
ওই দুই ব্যক্তি আরো বলেছে, আইএসআইএল শুধু স্পেনে গিয়েই থেমে থাকতে চায় না বরং সারা বিশ্বে তারা ইসলামি খেলাফত কায়েম করবে।
ভিডিও ফুটেজে একজন বলছে- “আমি সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে, আমরা ইসলামি খেলাফতের ব্যানারের নীচে অবস্থান করছি। আমরা যতক্ষণ পর্যন্ত জাকার্তা থেকে আন্দালুসিয়া পর্যন্ত অধিকৃত ভূমি স্বাধীন করতে না পারব ততক্ষণ পর্যন্ত লড়াই করে মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছি।”
এর আগে, গত ২৯ জুন তাকফিরি এই গোষ্ঠী এক অডিও বার্তায় কথিত ইসলামি রাষ্ট্র ঘোষণা করেছে এবং সন্ত্রাসী এ গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদিকে খলিফা এবং পুরো মুসলিম জাহানের নেতা ঘোষণা করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন