ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে তৃতীয়দিনের মতো চলছে পরমাণু আলোচনা
ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে তৃতীয়দিনের মতো চলছে পরমাণু আলোচনা
আব্বাস আরাকচি ও হেলগা শ্মিদ (বামে)
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ (শনিবার) ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী হেলগা শ্মিদ আলোচনা শুরু করেন। আজও তাদের আলোচনা সূচিতে চূড়ান্ত চুক্তির জন্য খসড়া তৈরির এজেন্ডা রয়েছে।
এ দু জনের মধ্যে গতকাল প্রথম বৈঠক হয় এবং তা চলে সাড়ে সাত ঘণ্টা। গতকাল থেকেই চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির কাজ শুরু হয়। তার আগে চূড়ান্ত চুক্তির বিষয়ে কর্ম-পরিকল্পনা নিয়ে বৈঠক করেন আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস এবং আব্বাস আরাকচি।
গত বৃহস্পতিবার ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে ৬ষ্ঠ দফা আলোচনা শুরু হয়েছে। এ বৈঠকে চূড়ান্ত চুক্তি হওয়ার জন্য দু পক্ষ জোরালো চেষ্টা চালাচ্ছে। কথা রয়েছে-প্রয়োজনে দু সপ্তাহ ধরে এ আলোচনা হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন